নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৭৯ টাকা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ০.০৭২ টাকা। এ সময় শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা ৬৩ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে চট্টগ্রামের এয়ারপোর্ট রোডে অবস্থিত রেশমি কমিউনিটি সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।
এদিকে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা না করার কারণে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। আগামী ৮ ডিসেম্বর রোববার থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরির পরিবর্তনের কারণে আগামী রোববার থেকে কোম্পানি শেয়ার লেনদেনে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী