বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে ক্যাপমিনাফ-এর অভিনন্দন

সময়: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ১:২৫:২৭ অপরাহ্ণ


বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ায় দেশের প্রবীণ অর্থনীতিবিদ ও আইএমএফ এর সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুরকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিনিয়োগকারীদের সংগঠন পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন (ক্যাপমিনাফ)।

এক অভিনন্দন বার্তায় ক্যাপমিনাফ এর প্রেসিডেন্ট মো. রুহুল আমিন আকন্দ বলেন, ড. আহসান এইচ মনসুর বাংলাদেশের আর্থিক খাতের একজন সুপরিচিত, স্বনামধন্য ব্যক্তিত্ব ও শেয়ারবাজার উন্নয়নে বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি তাঁর সার্বিক কর্মক্ষেত্রে এবং পেশাদারিত্বের প্রশ্নে অত্যন্ত কর্তব্য পরায়ন ও নিষ্ঠাবান।

ক্যাপমিনাফ এর প্রেসিডেন্ট বলেন, আইএমএফ এর দেশি-বিদেশি বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে সুদীর্ঘ বাস্তব অভিজ্ঞতা রয়েছে ও আর্থিক খাতে তার অবদান বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করেছে।

ক্যাপমিনাফ এর প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন যে, নতুন গভর্নর দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ারবাজারকে বিশেষ বিবেচনায় রাখবেন ও উক্ত খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংক থেকে সব ধরনের সহযোগিতা অব্যহত রাখবেন।

পরিশেষে, মো. রুহুল আমিন আকন্দ বলেন, শেয়ারবাজারের অংশীজন হিসেবে আমরা সংগঠনের পক্ষ থেকে গভর্নরের সাথে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। একই সাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে তাঁকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করছি।

Share
নিউজটি ৩০ বার পড়া হয়েছে ।
Tagged