নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক পর্যায়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো; মিরাকেল ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ লিমিটেড এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেনের শেষ দিকে মিরাকেল ইন্ডাস্টিজের ক্রেতার ঘরে ১ লাখ ৪৯ হাজার ৮৬৮টি শেয়ার ১৮ টাকা ৮০ পয়সায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির ৭ লাখ ১০ হাজার ২৭৬টি শেয়ার ৮১৭ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ১ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৮০ পয়সায়।
জেএমআই সিরিঞ্জের ক্রেতার ঘরে ১০ হাজার ৫৮৯টি শেয়ার ৪২৯ টাকা ৩০ পয়সায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির ২ লাখ ৮৯ হাজার ৭৬৩টি শেয়ার ২ হাজার ৯৭০ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ১২ কোটি ৮ লাখ ৬২ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৪২৯ টাকা ৮০ পয়সা।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ক্রেতার ঘরে ১ লাখ ৩০ হাজার ৬৩৯টি ইউনিট ৮ টাকা ৯০ পয়সায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির ৪৬ লাখ ৩৩ হাজার ৯৭৮টি ইউনিট ৬৩০ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৪ কোটি ১১ লাখ ৩৮ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৮ টাকা ৯০ পয়সায়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী