সিএসই’র সেমিনার অনুষ্ঠিত

‘বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই’

সময়: শুক্রবার, অক্টোবর ৪, ২০১৯ ২:০৪:২৩ অপরাহ্ণ


 

নিজস্ব প্রতিবেদক : বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টর এডুকেশন-প্রোটেকশন বিষয়ক সেমিনার করেছে। গতকাল চট্টগ্রামে সিএসই প্রধান কার্যালয়ে এ সেমিনার করেছে সংস্থাটি।

সেমিনার উদ্বোধন করেছেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। তিনি বলেন, ‘সঞ্চয় বিপদের সুরক্ষা, তা করতে হয় বিনিয়োগের মাধ্যমে। আর বিনিয়োগের অনেক ঝুঁকি আছে, সে ঝুঁকি দূর করতে হলে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই।’

সিএসই’র ডেপুটি ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) ফয়সাল হুদা’র পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ শামসুর রহমান। সেমিনারে ফাইনান্সিয়াল স্টেটম্যান্ট অ্যানালাইসিস নিয়ে পেপার নোট উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজার রুবাইয়া আক্তার।

অনুষ্ঠিত এ সেমিনারে চট্টগ্রাম ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি এর ব্যবসা প্রশাসনের শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সেমিনারে অন্যদের মধ্যে সিএসই’র ডিজিএম মো. মুনিরুল হক, মো. মর্তুজা আলম, একেএম শাহরুজ আলম, ম্যানেজার আদনান আব্দুর রাকিব, মো. বারাকাত শফি, মো. করিম উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৯ বার পড়া হয়েছে ।
Tagged