বীচ হ্যাচারির এজিএমের তারিখ পরিবর্তন

সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১:২২:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের বার্ষিক সাধরণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবারয কারণে কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ১১ মার্চের পরিবর্তে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরে বীচ হ্যাচারি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১০ টাকা ১৪ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬১ বার পড়া হয়েছে ।
Tagged