নিজস্ব প্রতিবেদক : বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও পরামর্শকসহ প্রধান কার্যালয় এবং শাখা কার্যালয়ের সকল কর্মকর্তার তালিকা স্ব স্ব ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ (আইডিআরএ)। সংস্থার নির্ধারিত ছকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে এ তালিকা প্রকাশের জন্য সম্প্রতি বীমা কোম্পানিগুলোকে চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বীমা শিল্পে বীমা কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ শিল্পে নিয়োজিত জনবলের একটি স্বচ্ছ তালিকা বীমা কোম্পানির স্ব স্ব ওয়বসাইটে প্রদর্শন করতে হবে।
উল্লেখ্য, এর আগে কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তালিকা বীমা কোম্পানি কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছিল।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান
বীমা পর্ষদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ
সময়: রবিবার, অক্টোবর ২৭, ২০১৯ ৯:৪৩:২১ পূর্বাহ্ণ