পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়ার উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকের উদ্যোক্তা মো. মোরশেদ সুলতান চৌধুরি তার ধারণ করা ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ১৩৫টি শেয়ারের মধ্যে ১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ১৩৫টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী এ শেয়ার বিক্রি করা হবে। আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৫ টাকা ৬০ পয়সা থেকে ২১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।
এদিকে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের কর্পোরেট উদ্যোক্তা এফবিএল সিকিউরিটিজ লিমিটেড ৩ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৮৩টি ইউনিটের মধ্যে ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মো. আবু তাহের চৌধুরি তার মোট ৯ লাখ ৩২ হাজার ১৩৬টি শেয়ারের মধ্যে ৮ লাখ শেয়ার তার মেয়ে জাহানারা আরজুকে উপহার স্বরুপ হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিনি/রী