ব্যাংক ও আর্থিক খাতে রিটার্ন বেড়েছে বেশিরভাগ কোম্পানির

সময়: রবিবার, ডিসেম্বর ১, ২০১৯ ৯:১০:৫০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারে রিটার্ন এসেছে। এর মধ্যে ব্যাংক খাতে ২৩ কোম্পানি এবং আর্থিক খাতে ২০ কোম্পানির শেয়ারে রিটার্ন বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ব্যাংক খাতের মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারে ৯ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ৯ টাকা দরে এবং সর্বনিম্ন ৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ১১ লাখ ৬৯ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ১০ কোটি টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন এসেছে ৭ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ১৪ টাকা দরে এবং সর্বনিম্ন ১২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ১৫ লাখ শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন এসেছে ৫ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ১৩ টাকা দরে এবং সর্বনিম্ন ১২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ৪৮ লাখ শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ কোটি ১৭ লাখ টাকা।
অন্যদিকে আর্থিক খাতে সর্বোচ্চ রিটার্ন এসেছে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারে। কোম্পানিটির শেয়ারে রিটার্ন এসেছে ২৯ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটির শেয়ারে সর্বোচ্চ ৪ টাকা ৫০ পয়সা দরে এবং সর্বনিম্ন ৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ৩৪ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য সাড়ে দেড় লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন এসেছে ১৬ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ৭ টাকা ১০ পয়সা দরে এবং সর্বনিম্ন ৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ৮ লাখ ২৪ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন এসেছে ১৩ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ১৯ টাকা ৮০ পয়সা দরে এবং সর্বনিম্ন ১৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ৪৬ লাখ শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৮ কোটি ৪৭ লাখ টাকা।
এছাড়া ব্যাংক খাতে ৭ কোম্পানি এবং আর্থিক খাতে ২ কোম্পানির শেয়ারে রিটার্ন কমেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৪৯ বার পড়া হয়েছে ।
Tagged