ব্লক মার্কেট

ব্লক মার্কেটে সাড়ে ১৬ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, জানুয়ারি ৬, ২০২০ ৫:৫৩:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ১২টি কোম্পানির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ৫৫ লাখ ৩৯ হাজার ৬৫৮টি শেয়ার ২৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬ কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি পূবালী ব্যাংকের ৫ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে এডিএন টেলিকমের ২৩ লাখ ৮০ হাজার, বাংলাদেশ ন্যাশনাল কোম্পানির ২৫ লাখ, ব্রাক ব্যাংকের ১ কোটি ২০ লাখ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৬ লাখ ৩ হাজার, জেনেক্সের ১৫ লাখ ৭৫ হাজার, গোল্ডেন হারভেস্টের ২৬ লাখ ৫২ হাজার, গ্রামীন ফোনে ৩৮ লাখ ৯৪ হাজার, খুলনা পাওয়ারের ১ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ৫০ লাখ, নাভানা সিএনজির ৩৮ লাখ ৬০ হাজার ও সিনো বাংলার ৫৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৬৬ বার পড়া হয়েছে ।
Tagged