ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, আগস্ট ১৯, ২০১৯ ১১:১৬:১৪ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, ফু ওয়াং ফুড, ইসলামী ব্যাংক, মুন্নু স্টাফলার্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইলস, সিলকো ফার্মাসিউটিক্যালস, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স।

এদিকে কোম্পানিগুলোর ৩২ লাখ ৭৫ হাজার ২৮৬টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১১ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৩ কোটি ২৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলস। পাঁচবার হাত বদল হয়ে ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইসলামী ব্যাংক রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানিটির একবার হাত বদল হয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটেক লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজ ৫ লাখ ৭৯ হাজার টাকা, ফরচুন সুজ ৫ লাখ ২৯ হাজার টাকা, ফু ওয়াং ফুড ৬৯ লাখ ৫৫ হাজার টাকা, মুন্নু স্টাফলার্স ৫ লাখ ২ হাজার টাকা, ন্যাশনাল পলিমার ৩৫ লাখ ৫৩ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশন ১২ লাখ ৩০ হাজার টাকা, প্রাইম ব্যাংক ৪৮ লাখ টাকা, সিলকো ফার্মাসিউটিক্যালস ৯০ লাখ ৯ হাজার টাকা, সোনারবাংলা ইন্স্যুরেন্স ৫ লাখ ৩১ হাজার টাকা ও তাকাফুল ইন্স্যুরেন্স ৬১ লাখ টাকার লেনদেন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩০ বার পড়া হয়েছে ।
Tagged