ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, আগস্ট ৫, ২০১৯ ৯:৫৩:৫১ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- আলহাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভালাইজিং, ব্র্যাক ব্যাংক, ফু ওয়াং ফুড, আইপিডিসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিলকো ফার্মাসিউটিক্যালস, স্ট্যান্ডার্ডস সিরামিক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

কোম্পানিগুলোর ৩৩ লাখ ৭ হাজার ১০০টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১২ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক । সাতবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড । ছয়বার হাত বদল হয়ে ৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইপিডিসি রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানিটির একবার হাত বদল হয়ে ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ্ব টেক্সটাইল ৫ লাখ ৫৬ হাজার টাকা, আনোয়ার গালভালাইজিং ১৫ লাখ ৪৮ হাজার টাকা, ফু ওয়াং ফুড ৬৯ লাখ ৫৬ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৬ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২৪ লাখ ৫০ হাজার টাকা, সিলকো ফার্মাসিউটিক্যালস ৫০ লাখ ৫৬ হাজার টাকা ও স্ট্যান্ডার্ডস সিরামিক ৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪০০ বার পড়া হয়েছে ।
Tagged