নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ১৭ কোম্পানির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২২ লাখ ৬২ হাজার ৩৮২টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে অলিম্পিকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১১ লাখ ৭৭ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৪ লাখ ৭৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।
এছাড়া আমরা টেকনোলজিসের ৫ লাখ ৭৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ৮ লাখ ৪৬ হাজার টাকার, আমান ফিডের ৪৩ লাখ ৬৬ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৭ লাখ ৫৩ হাজার টাকার, জিকিউ বলপেনের ৭ লাখ ৩২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৭ লাখ ৮৬ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ১০ লাখ ৬৫ হাজার টাকার, লিন্ডেবিডির ৭৮ লাখ ২৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৬৫ লাখ ৭০ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৪১ হাজার টাকার, সমতা লেদারের ১৬ লাখ ২৬ হাজার টাকার, সিলকো ফার্মার ৮ লাখ ২২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৬ লাখ ৯০ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১ কোটি ৫২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান