ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি ও এসএস স্টিল লিমিটেড।
এদিকে কোম্পানিগুলোর ৫১ লাখ ৩৭ হাজার ৯৯৭টি শেয়ার ২৮ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিকন ফার্মা। এগারবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৮ কোটি ৫৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সাতবার হাত বদল হয়ে ৬ কোটি ১৮ লাখ ৮৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানিটির একবার হাত বদল হয়ে ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৪৪ লাখ ২৭ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৫২ লাখ ৭০ হাজার টাকা, সায়হাম কটন মিলস ৯ লাখ ৬৪ হাজার টাকা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৬২ লাখ ৫০ হাজার টাকা, সিঙ্গার বিডি ১ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা ও এসএস স্টিল লিমিটেড ৭৭ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী