ব্লক মার্কেটে ২ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, জুলাই ২৪, ২০১৯ ১০:৩৭:৫৬ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- সিনা ফার্মা, এশিয়ান ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, সায়হাম কটন, ফরচুন সুজ, গ্রামীণফোন, ম্যারিকো বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

এসব কোম্পানির ৩ লাখ ২ হাজার ৫৩০ টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ১ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইবনে সিনা ফার্মার শেয়ার। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৫৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ। কোম্পানির ৩৩ লাখ ৪৮ হাজার টাকার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

সায়হাম কটন রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানির মোট ২৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ লাখ ২০ হাজার, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ১১ লাখ ২৯ হাজার, ফরচুন সুজ লিমিটেড ১৪ লাখ ৪৯ হাজার, গ্রামীণ ফোন ১৭ লাখ ২৬ হাজার, আইএফআইসি লিমিটেড ৫ লাখ ৭০ হাজার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮৭ বার পড়া হয়েছে ।
Tagged