ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকা লেনদেন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯ ৭:০০:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, রেনেটা লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
এসব কোম্পানির মোট ৬২ লাখ ৪৪ হাজার ২৮২টি শেয়ার ৩১ বার হাতবদল হয়েছে, যাদের মোট মূল্য ছিল ৩৬ কোটি ৩ লাখ ১৭ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল এসকে ট্রিমসের শেয়ারের। ৬ বার হাতবদল হয়ে মোট ৩১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছিল স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার। ১৮ বার হাতবদল হয়ে ৩ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
ডেফোডিল কম্পিউটার্সের শেয়ারের তৃতীয় সর্বোচ্চ ২৯ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছিল।

এছাড়া জেনেক্স ইনফোসিস ৬ লাখ ৫৩ হাজার টাকা, ম্যারিকো বাংলাদেশ ৮ লাখ ৩৪ হাজার টাকা, নর্দার্ন জুট ৬ লাখ ৯০ হাজার টাকা, রেনেটা ২১ লাখ ৭৬ হাজার টাকা, সোনারবাংলা ইন্স্যুরেন্স ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াকিন পলিমার লিমিটেড ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৯৩ বার পড়া হয়েছে ।
Tagged