নিজস্ব প্রতিবেদক: আজ ১৮ জুন’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ৩৮ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ১০টি হলো- লাভেলো আইস্ক্রিম, এনসিসি ব্যাংক, ম্যারিকো, ব্র্যাক ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মিডল্যান্ড ব্যাংক, আলহাজ টেক্সটাইল এবং রহিম টেক্সটাইল। আজ এই ১০ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টাকার।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন কোম্পানিটির ২১ কোটি ৯৪ লাখ ৪৭ হগাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এনসিসি ব্যাংকের ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যারিকো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৪০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮৩ লাখ ১২ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৭৬ লাখ ৪৪ হাজার টাকা, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৭৫ লাখ ২১ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৫৪ লাখ ১৬ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৩০ লাখ ৫৯ হাজার টাকা এবং রহিম টেক্সটাইলের ২৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।