ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫৬ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, জুন ১৭, ২০২০ ৪:৪৮:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার ১৯ কোম্পানির ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৫২১টি শেয়ার ৩০ বারে হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৬ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩১ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার, দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবি ব্যাংকের।

এছাড়া ব্যাংক এশিয়ার ২ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১০ লাখ ৮০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭ লাখ ২০ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৯ লাখ টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১ কোটি ১ লাখ ২৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৫ লাখ ৫৮ হাজার টাকার, লিগ্যাসির ৭৫ লাখ ২ হাজার টাকার, ম্যারিকোর ৫ লাখ ৩১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫০ লাখ টাকার, পদ্মা অয়েলের ২ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার প্যারামাউন্ট টেক্সটাইলের ৩২ লাখ ৭৬ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৩ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ৯৫ লাখ ২২ হাজার টাকার, সুহৃদের ৬৭ লখ ১০ হাজার টাকার, সিঙ্গারের ১০ লাখ টাকার এবং শাহজিবাজার পাওয়ারের ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪২ বার পড়া হয়েছে ।
Tagged