নিজস্ব প্রতিবেদক: আজ ১০ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০ কোম্পানির ৫৯ কোটি ১৮ লাখ ৯৮ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে এসিআই ফর্মুলেশনের। কোম্পানিটির ২০ কোটি ১৭ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে। এরপর আইপিডিসি ফাইন্যান্সের ৬ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫ কোটি ৬০ লাখ টাকার এবং বেক্সিমকো লিমিটেডের ৪ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১ কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১ কোটি ২৫ লাখ ৯৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ১ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৮৮ লাখ টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৭৯ লাখ ৮১ হাজার টাকার, আরডি ফুডের ৭৫ লাখ ৪ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ৫০ লাখ ৭০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫০ লাখ টাকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৪ লাখ ৭৮ হাজার টাকার, এনভয় টেক্সটাইলের ৪২ লাখ টাকার, জেএমআই হসপিটালের ৩৬ লাখ ৬০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৩১ লাখ টাকার, ব্যাংক এশিয়ার ২৭ লাখ ৪৫ হাজার টাকার, গ্রামীণফোনের ২৫ লাখ ৪৪ হাজার টাকার, রবি আজিয়াটার ২৪ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল টির ২৪ লাখ ৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২৩ লাখ ৮৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২২ লাখ ৮০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ২১ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২০ লাখ ৯৯ হাজার টাকার, এ সি আইয়ের ১৮ লাখ ৬৬ হাজার টাকার, সাইহাম টেক্সটাইলের ১৫ লাখ ৭৫ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১৫ লাখ ৭০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১৪ লাখ ৭০ হাজার টাকার, ফরচুন সুজের ১৪ লাখ ৫৯ হাজার টাকার, বঙ্গজের ১২ লাখ ৭০ হাজার টাকার, বিকন ফার্মার ১১ লাখ ৮৬ হাজার টাকার, সোনালী পেপারের ১১ লাখ ২৮ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ১০ লাখ ৪৩ হাজার টাকার, ইসলামি ইন্সুরেন্সের ১০ লাখ ২০ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৮ লাখ ৮৪ হাজার টাকার, আমরা টেকের ৭ লাখ ৬২ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৭ লাখ ২৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৭০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬ লাখ ২২ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬ লাখ টাকার, ইউনিক হোটেলের ৫ লাখ ৯৩ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ৬০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ ১৫ হাজার টাকার, হামিদ ফেব্রিকের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।