নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: গ্লাক্সোস্মিথ ক্লাইন, যমুনা ব্যাংক, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স,ওরিয়ন ইনফিউশন, এসকে ট্রিমস, স্কয়ার ফার্ম. ভিফএস থ্রেড ডায়িং।
এদিকে ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মোট ৩৫ লাখ ৭০ হাজার ৭১১টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৬ কোটি ৫৪ লাখ ২ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে গ্লাক্সোস্মিথ ক্লাইন। দুইবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক। দুইবার হাত বদল হয়ে ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড রয়েছে লেনদেনের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। দুইবার হাত বদল হয়ে ১ কোটি ৫ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮৩ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২৩ লাখ ৭৯ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশন ২৪ লাখ টাকা, এসকে ট্রিমস ৫ লাখ ৯৯ হাজার টাকা, স্কয়ার ফার্মা ৪৫ লাখ টাকা এবং ভিএফএস থ্রেড ডায়িং ৬ লাখ ৫৮ হাজার হাজার টাকার লেনদেন করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী