নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: কপারটেক, ডেফোডিল কম্পিউটার্স, গ্রামীণফোন, আইপিডিসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও নাভানা সিএনজি।
আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ২৬ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার ৬ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট বাজার মূল্য ছিল ৬ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে আইপিডিসি। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৪ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে নাভানা সিএনজি। একবার হাত বদল হয়ে ৫৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কর্ণফুলী ইন্স্যুরেন্স রয়েছে লেনদেনের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। একবার হাত বদল হয়ে ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কপারটেক ২৭ লাখ ১২ হাজার টাকা, ডেফোডিল কম্পিউটার্স ২৫ লাখ ২০ হাজার টাকা ও গ্রামীণফোন ৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী