নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ জানুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ৯ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১১ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- রিলায়েন্স ওয়ান, লাভেলো আইস্ক্রিম, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, খান ব্রাদার্স, ফারইস্ট নিটিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড। আজ এই ১১ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ২৯ লাখ ৪৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিলায়েন্স ওয়ানের। এদিন কোম্পানিটির ৩ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইস্ক্রিমের ৮৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৭৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৬৭ লাখ ৫১ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৬৫ লাখ ৫ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫২ লাখ টাকা, বিচ হ্যাচারির ৪৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩৫ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ৩১ লাখ ৭০ হাজার টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৮৩ হাজার টাকা এবং ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ২৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।