মন্দা পরিস্থিতি নিয়ে আইসিবি ও ডিবিএ’র বৈঠক আজ

সময়: সোমবার, অক্টোবর ১৪, ২০১৯ ৯:৪৯:০০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের ধারাবাহিক মন্দা পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। আজ সোমবার বিকাল ৪টায় আইসিবির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ডিবিএর সভাপতি শাকিল ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’ কে বলেন, শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আইসিবি এর সঙ্গে বৈঠক করবে ডিবিএ। আগামীকাল বিকাল ৪টায় দু’পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক মন্দা পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে করণীয় নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হবে।
বৈঠকে আইসিবি ও ডিবিএ’র শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৩৫ বার পড়া হয়েছে ।
Tagged