নিজস্ব প্রতিবেদক : মূলধনী যন্ত্রপাতি ও জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস স্টিলের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি এ কারণে সাড়ে ১০ কোটি টাকা বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্য যন্ত্রপাতি ও জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, এসএস স্টিল গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নদ লভ্যাংশ, বাকি ৮ শতাংশ বোনাস লভ্যাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান