নিজস্ব প্রতিবেদক: মেয়াদ বাড়ানো হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফান্ডটির ট্রাস্টি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরও ১০ বছর বাড়িয়েছে। ২০২৯ সালের ২৫ অক্টোবর শেষ হবে এ ফান্ডের মেয়াদ।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বুধবার ফান্ডটির মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে। এ ক্যাটাগরির ফান্ডটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আজ প্রতিটি ইউনিট সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। ২০১৮ সালে ফান্ডটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ৫ কোটি।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী