মোজাফফর হোসাইন স্পিনিংয়ের রোটর ইউনিটে উৎপাদন শুরু

সময়: বুধবার, এপ্রিল ৭, ২০২১ ৩:১৪:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : রোটর ইউনিটের ৫০ শতাংশ বন্ধ কাজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গতকাল ৬ এপ্রিল থেকে রোটর ইউনিটের বন্ধ ৫০ শতাংশ উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি রিং ইউনিটের ৩৬ হাজার স্পিনডেলস সম্প্রসারণের জন্য রোটর ইউনিটে উৎপাদন শুরু করেছে।
দিনে রোটর ইউনিটের মোট ধারণ ক্ষমতা রয়েছে ১৬ হাজার কেজি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৭০২ বার পড়া হয়েছে ।
Tagged