নিজস্ব প্রতিবেদক : সরকারি কোষাগারে ৫০ কোটি টাকা দিল রাষ্ট্রায়ত্ত নন-লাইফ প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে এ চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটি।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়। ২০১৮ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে এ টাকা দিল প্রতিষ্ঠানটি।
এদিকে ৫০ কোটি টাকা লভ্যাংশে খুশি হতে পারেননি অর্থমন্ত্রী। তিনি সাধারণ বীমা কর্পোরেশনকে কমপক্ষে ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে বলেছেন। সরকারের বড় বড় প্রকল্প এ বীমার আওতায় আসায় সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছেন, তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবেন।
২০১৭ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে ৪০ কোটি টাকা দিয়েছিল সাধারণ বীমা কর্পোরেশন। এ সময় সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সসদ্য ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সাধারণ বীমা কর্পোরেশন সাম্প্রতিক সময়ে সরকারি মেগা প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি পাওয়ার প্লান্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদির বীমা কভারেজ প্রদান করছে।
২০১৮ সালে কর্পোরেশন বীমা ও পুনঃবীমা খাতে মোট ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমাদাবি পরিশোধ করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান
রাষ্ট্রীয় কোষাগারে সাধারণ বীমার ৫০ কোটি টাকা
সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৯ ১১:১৩:৪২ পূর্বাহ্ণ