রিংশাইনের ফ্যাক্টরী বন্ধের মেয়াদ বেড়েছে আরো এক মাস

সময়: রবিবার, অক্টোবর ২৫, ২০২০ ১১:৫৪:৩৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ফ্যাক্টরি বন্ধের মেয়াদ দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়ানো হয়েছে।

আগামী ২৬ অক্টোবর থেকে এক মাস অর্থাৎ ২৪ নভেম্বর ২০২০ পর্যন্ত দ্বিতীয় দফায় ফ্যাক্টরি বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২০ পর্যন্ত এক মাস ফ্যাক্টরি বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়েছিল।

জানা যায়, বিশ্বব্যাপি করোনা মহামারী প্রাদুর্ভাব, বিদেশি বায়ার কতৃক অর্ডার বাতিল ও কাঁচামাল স্বল্পতার কারণে ফ্যাক্টরি আগামী ২৬ অক্টোবর থেকে এক মাস অথাৎ ২৪ নভেম্বর ২০২০ পর্যন্ত দ্বিতীয় দফায় বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ‘২০১৯ এর ১১ ধারা অনুযায়ী (লে-অফ) ঘোষণা করা হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫২৫ বার পড়া হয়েছে ।
Tagged