লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯ ৮:০৬:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্তির চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে ছিলো ১ টাকা ৮১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিকবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৪৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ১৭ টাকা ৮০ পয়সা। আগামী ১ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৭৯ টাকা ৫০ পয়সা। কোম্পানির অনুমোদিত মূলধন ৭৫ কোটি এবং পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৯৮০ টি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৫৭ বার পড়া হয়েছে ।
Tagged