সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহেশেষে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৫ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ই্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১৭ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৩ কোটি ৩৯ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৬৭ লাখ ৯২ হাজার ৪০০ টাকা। আর আল-হাজ টেক্সটাইল লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১৬ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৬০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৮০০ টাকা।
এদিকে, লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স।