নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (১৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে।
জানা যায়, এদিন কোম্পানিটির ১৩ কোটি ২২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকার।
তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক, যার মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- উত্তরা ব্যাংকের ৯ কোটি ৫৫ লাখ ৫৫ হাজার টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৮ কোটি ৭২ লাখ ১১ হাজার টাকা, ফাইন ফুডসের ৮ কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৫ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৪ কোটি ৮৯ লাখ ৫২ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ৪ কোটি ১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।