নিজস্ব প্রতিবেদক : শান্তা সিকিউরিটিজ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী আসাদুজ্জামান। সম্প্রতি তার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
মিউচ্যুয়াল ফান্ড ও ব্রোকারেজ ব্যবস্থাপনায় ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন কাজী আসাদুজ্জামানের দীর্ঘ ১২ বছরের কর্মময় জীবনে ব্রোকারেজ ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও অ্যানালাইসিস, এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
কাজী আসাদুজ্জামান শান্তা সিকিউরিটিজ লিমিটেডে ২০১৯ সালে চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ২০০৮ সালে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে তিনি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে হেড অফ ফান্ড অপারেশনস হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে চিফ অপারেটিং অফিসার পদে পদোন্নতি পান। কোম্পানির প্রবৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কাজী আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম থেকেও এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান