নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্সের পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির পরিচালক মিসেস খুরশিদা চৌধুরি ৫৫ হাজার শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দর অনুযায়ী ব্লক মার্কেট থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে।
এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৫১ টাকা থেকে ৭৪ টাকায় ওঠানামা করে।
কোম্পানিটি ২০১৮ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ২০১৬ ও ২০১৭ সালে ২০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী