নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেডের কর্পোরেট পরিচালক গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ কোম্পানির ২ লাখ ৩২ হাজার শেয়ার কিনবে। এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৩০ শতাংশ শেয়ার আছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান