শেয়ার বিক্রির ঘোষণা দিলেন দুই পরিচালক

সময়: সোমবার, জুলাই ২২, ২০১৯ ৮:৩৮:৩৪ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হলো ইউনিয়ন ক্যাপিটেল ও প্রাইম ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা গেছে।

ইউনিয়ন ক্যাপিটেল: আর্থিক খাতের  ‘বি’ ক্যাটাগরির কোম্পানি ইউনিয়ন ক্যাপিটেলের পরিচালক মো. আবু তাহের হাতে থাকা ২১ লাখ ৩৪ হাজার ৩২৩টি শেয়ারের মধ্যে ২৭ হাজার ৪৯৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামি ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দর অনুযায়ী এ শেয়ার বিক্রি করা হবে।

প্রাইম ইন্স্যুরেন্স: বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালক মিসেস তাসলিমা ইসলামি হার হাতে থাকা ২১ লাখ ২০ হাজার ৬৩৭টি শেয়ারের মধ্যে ৮ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামি ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দর অনুযায়ী এ শেয়ার বিক্রি করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

 

Share
নিউজটি ৪৫১ বার পড়া হয়েছে ।
Tagged