গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি চারটি হলো- বার্জার পেইন্টস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আরএকে সিরামিক ও পিপলস ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্জার পেইন্টস: বিবিধ খাতের ‘এ’ ক্যাটাগরির বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টসের প্রথম প্রান্তিক অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে কোম্পানির আয় বেড়েছে। কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১১ টাকা ১২ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭ টাকা ৩৯ পয়সা। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৩১ পয়সা। একই আর্থিক বছরের ৩১ মার্চ সময়ে সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭৬ টাকা ১৮ পয়সা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের ৬ মাসের (জানুয়ারী-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫১ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫০ পয়সা। এদিকে কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩০ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২১ পয়সা।
২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৫০ পয়সা।
আরএকে সিরামিক: সিরামিক খাতের ‘এ’ ক্যাটাগরির আরএকে সিরামিকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের ৬ মাসের (জানুয়ারী-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৮০ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯০ পয়সা। এদিকে কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৩৭ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে যার পরিমাণ ৩৪ পয়সা।
২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৬৮ পয়সা।
পিপলস ইন্স্যুরেন্সে: বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে। কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের ৬ মাসের (জানুয়ারী-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮৫ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৪ পয়সা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির ইপিএস কমেছে ১৯ পয়সা বা ১৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪০ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ পয়সা। এ হিসাব অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ৪ পয়সা বা ৯ শতাংশ।
শেয়ারবাজার প্রতিদিন/রী