নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১১.১৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১১.৮৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৭১ পয়েন্ট বা ৬ শতাংশ কমেছে।
খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৬০ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৩ দশমিক ৬০ পয়েন্ট, সিরামিক খাতে ২৩ দশমিক ৮০ পয়েন্ট, প্রকৌশল খাতে ১২ দশমিক ৯০ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ২২ দশমিক ৮০ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ৬০ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪ দশমিক ২০ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতে ২১ দশমিক ১০ পয়েন্ট, বিবিধ খাতে ২০ দশমিক ৭০ পয়েন্ট, আর্থিক খাতে ৫৩ দশমিক ৫০ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ২৮৬ দশমিক ৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১২ দশমিক ৮০ পয়েন্ট, ট্যান্রাী খাতে ২১ দশমিক ৫০ পয়েন্ট, টেলিকমিনেকেশন খাতে ১০ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান