সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনে

সময়: শনিবার, নভেম্বর ১৬, ২০১৯ ৩:৫৩:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক ব্যবধানে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। গত সপ্তাহে লেনদেন হওয়া ৪ কার্যদিবসের মধ্যে তিন দিনই কমেছে সূচক। তবে এক কার্যদিবস কমলেও এর মাত্রা ছিলো সামান্য। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায, গত সপ্তাহে ডিএসইতে সব ধরনের সূচকের পতন ঘটে। সব ধরনের সূচকের পতন ঘটে। এদিকে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে ১৬.৪৭ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৩৯৮ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ১৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৭৫ কোটি ৬৯ লাখ ১২ হাজার ৬৬৩ টাকা বা ১৬.৪৭ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৩ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৬৮১ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৭৫৪ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৫৩৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৪ কোটি ৭৭ লাখ ১২ হাজার ২১৮ টাকা বেশি হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বা ১.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বা ১.১৯ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ পয়েন্ট ও ১ হাজার ৬৩৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৬টি বা ৩০ শতাংশের, কমেছে ২২২টির বা ৬৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির বা ৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১৮৭ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ১৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৮ কোটি ১২ লাখ ৫২ হাজার ২২৭ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৯ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৭৮৭ টাকা বা ২৬.৫২ শতাশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৯০ পয়েন্ট বা ১.০২ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৫৬ পয়েন্ট বা ১.২৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ৭ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ এবং সিএসআই ১০ পয়েন্ট বা ১.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৭০৮, ১২ হাজার ৬০২, ১ হাজার ৬৬ এবং ৯২৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির বা ৩০ শতাংশ, দর কমেছে ১৮৯টির বা ৬৪ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৬ শতাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫০৭ বার পড়া হয়েছে ।
Tagged