নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন দিনই কমেছে সূচক। টাকার অংকে আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে ২.৭৪ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৩১০ কোটি ৯৮ লাখ ৭১ হাজার ৬২৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬৫ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৭৫৬ টাকা বা ২.৭৪ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৭৬ কোটি ৬ লাখ ৫০ হাজার ৩৮১ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৬২ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৩২৫ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ২১ লাখ ৩০ হাজার ৭৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৩ কোটি ১ লাখ ৫৫ হাজার ৭৫১ টাকা কম হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বা ১.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বা ২.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ১ হাজার ৬০৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০টি বা ৩৯ শতাংশের, কমেছে ১৯৪টির বা ৫৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১২০ কোটি ০২ লাখ ৮২ হাজার ৯৯৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০০ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৩৮৩ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১৯ কোটি ৩২ লাখ ৩ হাজার ৬১৫ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৯ পয়েন্ট বা ১.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১২১ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৬৪ পয়েন্ট বা ২.১২ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৬ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ এবং সিএসআই ২৩ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৬২২ পয়েন্ট, ১২ হাজার ১৭৯ পয়েন্ট, ১ হাজার ৪৪ পয়েন্ট ও ৯০৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির বা ৪২ শতাংশ, দর কমেছে ১৫৭টির বা ৫২ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টির বা ৫ শতাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান
সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন
সময়: শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯ ৪:৪৬:১৫ অপরাহ্ণ