নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। আলোচিত সপ্তাহে লেনদেন হওয়া ৪ কার্যদিবসের মধ্যে তিন দিনই কমেছে সূচক। গত সপ্তাহে ৬৩.৯৬ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আর টাকার অংকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩.৫৬ শতাংশ।
সপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৯ কোটি ৬ লাখ ৩০ হাজার ৩৩০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৯ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ২৯৬ টাকা বা ৩.৫৬ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৮ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬২৬ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৫৮২ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ২৭৯ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪০৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৯ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার ৮২৫ টাকা কম হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বা ০.২৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৫ পয়েন্টে এবং ১ হাজার ৫০৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টি বা ২৬ শতাংশের, কমেছে ২২৯টির বা ৬৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৬৬ কোটি ৮০ লাখ ৭৫ হাজার ৯৩৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৫৫৭ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৯ কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা বা ১.৫০ শতাশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বা ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৪৩ পয়েন্ট বা ০.৫২ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বা ০.১৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বা ০.২২ শতাংশ এবং সিএসআই ০.৭৪ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ১৬৪ পয়েন্ট, ১১ হাজার ৩৫৩ পয়েন্ট, ৯৮৭ পয়েন্ট ও ৮৫৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির বা ২৯ শতাংশ, দর কমেছে ১৮০টির বা ৬১ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টির বা ১০ শতাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান