নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশপাশি বেড়েছে লেনলেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং বাজার মূলধন। ব্যাংকিং ক্লোজিংয়ের কারণে ৩১ ডিসেম্বর শেয়ার লেনদেন বন্ধ ছিল শেয়ারবাজারে। যে কারণে সপ্তাহজুড়ে লেনদেন ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ৪ কার্যদিবসেই সূচক বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০.৭৪ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৩০২ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২২৩ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৪০১ টাকা বা ২০.৭৪ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯ কোটি ৬ লাখ ৩০ হাজার ৩৩০ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ১৮২ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৫৮২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৫ কোটি ৯৫ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা বেশি হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০০৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩২টি বা ৬৫ শতাংশের, কমেছে ৮৬টির বা ২৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির বা ১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৬১ কোটি ২৭ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৮০ লাখ ৭৫ হাজার ৯৩৪ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৫ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৪৫৬ টাকা বা ৮.২৮ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৪৫ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ৮৮ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ এবং সিএসআই ১০ পয়েন্ট বা ১.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ২০৮ পয়েন্ট, ১১ হাজার ৪৪০ পয়েন্ট ও ৮৬৫ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৮৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির বা ৬১ শতাংশ, দর কমেছে ৮০টির বা ২৮ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির বা ১১ শতাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান