সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: শনিবার, অক্টোবর ২৬, ২০১৯ ২:৫৪:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন দিনই বেড়েছে সূচক। তবে দুই কার্যদিবস কমলেও এর মাত্রা ছিলো অত্যাধিক। গত সপ্তাহে টাকার অংকেও গত সপ্তাহে লেনদেনের পরিমান কিছুটা কমেছে। আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন ১.১৭ শতাংশ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫৪৫ কোটি ৫৫ লাখ ৬২ হাজার ৪৫৩ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮ কোটি ৩১ হাজার ৫০ টাকা ২৬৫ বা ১.১৭ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৬৩ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৭১৮ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩০৯ কোটি ১১ লাখ ১২ হাজার ৪৯০ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ৫৪৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৫৩ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৯৬ পয়েন্ট। তবে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে ১৬৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টি বা ২৫ শতাংশের, কমেছে ২৪৪টির বা ৬৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১২১ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৩০৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৪৯২ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৬ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৮১৩ টাকা বা ৬২ শতাশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩২ পয়েন্ট বা ০.১৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ৫৭ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ এবং সিএসই-৫০ সূচক ৯ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৮৩২, ১২ হাজার ৮৯৪ ও ১ হাজার ৮৩ পয়েন্টে। তবে সিএসই সূচক ৩ পয়েন্ট কমে ৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, দর কমেছে ১৮৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫১৬ বার পড়া হয়েছে ।
Tagged