ব্লক মার্কেট

সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন বেড়েছে ৪২ লাখ টাকা

সময়: শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯ ৩:০১:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৪৯টি শেয়ার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে মোট বাজার মূল্য ছিল ৪০ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্লক মার্কেটে লেনদেন হওয়া আগের সপ্তাহে ৩৫ কোম্পানির ৩ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৩৭৮টি শেয়ার হাত বদল হয়েছিল। টাকার অঙ্কে মোট বাজার মূল্য ছিল ৩৯ কোটি ৭৭ লাখ ১৯ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ৪২ লাখ ২ হাজার টাকার লেনদেন বেড়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।
প্রথম কার্যদিবসে ৬ লাখ ৭ হাজার ১৬৫টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ২ কোটি ৭৭ লাখ ৪২ হাজার টাকা।
দ্বিতীয় কার্যদিবসে ২০ লাখ ৯১ হাজার ২৮৪টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৭ কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকা
তৃতীয় কার্যদিসে ৯১ লাখ ৭০ হাজার ৬৯৩টি শেয়ার ২৪ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ২০ কোটি ৫৭ হাজার টাকা
চতুর্থ কার্যদিবসে ৩৬ লাখ ৯৪ হাজার ৯০৭টি শেয়ার ১৯ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৯ কোটি ৪৪ লাখ ৯ হাজার টাকা
এছাড়া আলহাজ্ব টেক্সটাইল ৫ লাখ ৪ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিং ১০ লাখ ৩৫ হাজার টাকা, বঙ্গজ ৭ লাখ ৭৫ হাজার টাকা, ব্যাংক এশিয়া ১ কোটি ৬০ লাখ ৯৯ হাজার টাকা, আইবিবিএল মুদারাবা পারপাচ্যুয়াল বন্ড ১৩ লাখ ৩৮ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্স ১৭ লাখ ৮০ হাজার টাকা, ফার্মা এইডস ৫ লাখ ১৩ হাজার টাকা, উত্তরা ব্যাংক ২ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা, ওয়াটা কেমিক্যাল ১১ লাখ ৬৭ হাজার টাকা, ইস্টার্ন হাউজিং ৪৯ লাখ ৯৯ হাজার টাকা, গ্রীণডেল্টা ৩৩ লাখ ৭২ হাজার টাকা, আইটিসির ৫ লাখ ৬১ হাজার টাকা, খান ব্রাদার্স ৫ লাখ ৫ হাজার টাকা, সিঙ্গার বিডি ১৬ লাখ ৮ হাজার টাকা, মুন্নু জুট স্টাফলার্স ৭ লাখ ৪ হাজার টাকা, নাভানা সিএনজি ৪৯ লাখ ৫৬ হাজার টাকা, ন্যাশনাল টিউবস ৪০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ২৬ লাখ ৮০ হাজার টাকা, প্রাইম ব্যাংক ৮৪ লাখ ১৫ হাজার টাকা, রেনেটা ১৯ লাখ ৭৫ হাজার টাকা, রূপালী ইন্স্যুরেন্স ২ লাখ ২২ হাজার টাকা, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মর ১১ লাখ ৪৫ হাজার টাকর, ব্র্যাক ব্যাংক ৩ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকা, জেনেক্স ইনফোসিস ৬ লাখ ৬০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মা ৮ লাখ ২৫ হাজার টাকা, আইএফআইসি ব্যাংক ১৯ লাখ ৮০ হাজার টাকা, এসকে ট্রিমস ১১ লাখ ৬০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মা ১ কোটি ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৯৪ বার পড়া হয়েছে ।
Tagged