সরকার পরিবর্তনের প্রভাব বীমা খাতে

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ১২:১৮:৫৯ অপরাহ্ণ


বিশেষ প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের বীমা খাতেও। ছাত্র-জনতার আন্দোলনের কারণে জুলাই থেকেই বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম সংগ্রহে ভাটা শুরু হয়। সরকার পতনের পর এতে নতুন করে যুক্ত হয়েছে বীমা দাবি চেয়ে আবেদন।

সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে উল্লেখযোগ্য সংখ্যক বীমা গ্রাহক আহত ও নিহত হওয়ায় প্রচুর বীমা দাবি আসছে। বিশেষ করে এটি ছাত্র আন্দোলন হওয়ায়, বিশ্ববিদ্যালয়গুলির সাথে অনেক জীবন বীমা কোম্পানির গ্রুপ বীমা চুক্তি থাকায় আহত ও নিহত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রচুর বীমাদাবি এসেছে বীমা কোম্পানিগুলোতে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কল কারখানা, যানবাহন, ভবন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হওয়ায় বীমা দাবি বেড়েছে সাধারণ বীমাখাতের কোম্পানিগুলোতেও।
নাম প্রকাশে অনিচ্ছুক উভয় খাতের একাধিক কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনায় এমন তথ্য উঠে এসেছে।

এদিকে সরকার পরিবর্তনের ফলে কিছু কোম্পানির ব্যবস্থাপনার বিষয়ে এক ধরনের অস্বস্তি, অস্থিরতা দেখা দিয়েছে। বেশ কিছু কোম্পানির চেয়ারম্যান ও সিংহভাগ শেয়ারের মালিক আওয়ামী লীগ দলীয় হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যেই পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি বীমা কোম্পানির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। এর মধ্যে গত ৫ আগস্ট বেলা ৩টায় রূপালক লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক অনুমোদন করা হতো। কোম্পানিটির সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ ও সময় পরে জানাবে কোম্পানিটি।

গত ৬ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা জনতা ইন্স্যুরেন্সের সভা ।এর পরিবর্তে সভাটি ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আজ ৮ আগস্ট বেলা আড়াইটায় নির্ধারণ করা হয়েছিল প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা।

অনিবার্য কারণবশত কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ ও সময় পরে জানাবে কোম্পানিটি। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করার কথা ছিল।

অপরদিকে সবশেষ তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার প্রথম দিন সোমবার সরকার পতনের পরে ছুটি বাতিল হওয়ায় মঙ্গলবার সরকারি অফিস খোলা হলেও অফিসে আসেননি বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ-আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। অফিসে না আসায় কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি।

সিদ্ধান্তের প্রক্রিয়ায় থাকা ফাইলগুলো সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ফেরত পাঠানো হয়।তারা দৈনন্দিন কার্যক্রম প্রতিপালন করেছেন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে।
অবশ্য রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ায় দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধানরা অপেক্ষায় আছেন নতুন সরকারের সিদ্ধান্তের জন্য। তারা মনে করছেন, সরকার যদি তাদের দায়িত্ব অব্যাহত রাখতে নির্দেশনা দেন, তাহলে দায়িত্বে ফিরবেন।

Share
নিউজটি ৪০ বার পড়া হয়েছে ।
Tagged