সাউথইস্ট ব্যাংকের গ্রীন রোড উপ-শাখার উদ্বোধন

সময়: মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০ ৫:২০:৫৬ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড রাজধানীর গ্রীন রোডে একটি উপ-শাখা চালু করেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) আর এইচ হোম সেন্টার, ৭৪/বি/১ গ্রীন রোড, ঢাকায় অবস্থিত উপ-শাখাটি উদ্বোধন করা হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন উপস্থিত থেকে গ্রীন রোড উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। এখন থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাউথইস্ট ব্যাংকের গ্রীন রোড উপশাখা হতে বাণিজ্যিক ব্যাংকিং সেবা সমূহ প্রদান করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৭২৮ বার পড়া হয়েছে ।
Tagged