নিজস্ব প্রতিবেদক : ৮.২৯ শতাংশ বেড়ে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৪ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস। গত সপ্তাহে ইউনিটটির সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৯ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফার্মা এইডস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, পাওয়ার গ্রীড কোম্পানি, এক্সিম ব্যাংক, বাংলাদেশ সাব মেরিন ক্যাবলস ও দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান