নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যাবধানে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪১.৩০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১১ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৫৬ কোটি ৮৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ১৩ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৬৬ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৫ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি,জনতা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান