নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫১.১৫ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৫৮ কোটি ৩৭ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫১ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৫ দশমিক ৮৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৫ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকা।
রিং শাইন টেক্সটাইল গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৯ দশমিক ৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১১ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৩৫ লাখ ৯১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, সাফাকো স্পিনিং, আলিফ ম্যানুফ্যাকচারিং, নুরানী ডাইং, দেশ গারেমন্টস, আনোয়ার গ্যালভানাজিং ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান