সাপ্তাহিক গেইনারে বীমা খাতের ৮ কোম্পানি

সময়: শনিবার, অক্টোবর ১৯, ২০১৯ ১২:০৫:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ওঠে আসে বীমা খাতের ৮ কোম্পানি। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

সপ্তাহজুড়ে সর্বোচ্চ ১৮ দশমিক ১৫ শতাংশ দর বেড়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। প্রতিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকায় লেনদেন হয়। সপ্তাহজুড়ে সর্বমোট ৬ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে দর বেড়েছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। প্রতিটি শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে সর্বমোট ২২ কোটি ৯১ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে গেইনারের তৃতীয় স্থানে। এ শেয়ারের দর বেড়েছে ১৩ শতাংশ। প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে মোট ১১ কোটি ৩৮ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ ৬১ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, ইসলামি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫১১ বার পড়া হয়েছে ।
Tagged