আইপিডিসি ফাইন্যান্স

সাপ্তাহিক লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সময়: শনিবার, জুলাই ২, ২০২২ ৫:৪৪:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৬-৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে আইপিডিসি ফাইন্যান্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে আইপিডিসি ফাইন্যান্সের উদ্বোধনী দর ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫২ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৪ টাকা ১০ পয়সা বা ৭.২২ শতাংশ। এর মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ৭.০২ শতাংশ, সিনোবাংলার ৬.৯৫ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৬.৪৫ শতাংশ, ফাইন ফুডসের ৫.০৪ শতাংশ, আরডি ফুডের ৪.৫৫ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৪.২৬ শতাংশ, ফারেইস্ট ইন্সুরেন্সের ৪.২৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.০৬ শতাংশ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.৯৫ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ২০৮ বার পড়া হয়েছে ।
Tagged