সাপ্তাহিক লেনদেনের শীর্ষে কন্টিন্টোল ইন্স্যুরেন্স

সময়: শনিবার, অক্টোবর ২৪, ২০২০ ৪:০০:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৮৫৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১৫ লাখ ১ হাজার ৯২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ২৬ লাখ টাকা।

রিপাবলিক ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ২৯ লাখ ৫ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৬ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, ব্রাক ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৯৭ বার পড়া হয়েছে ।
Tagged